Site icon Jamuna Television

আজ আবার আলোচনায় বসছে রাশিয়া ও ইউক্রেন

যুদ্ধ পরিস্থিতি নিরসনে আজ আবারও বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিরা। এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র।

ক্রেমলিন জানায়, এ দফা বৈঠক হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। আর এর মধ্যস্থতা করছে দুই দেশের প্রতিনিধিরাই। তবে এই বৈঠকটি কখন অনুষ্ঠিত হবে নির্দিষ্ট করে বলা হয়নি। এমনকি বৈঠকে কারা কারা অংশ নেবেন তাও নিশ্চিত করা হয়নি। ৱ

এর আগে বেলারুশ সীমান্তে দুই দফা এবং তুরস্কে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা হলেও আসেনি কোনো সমাধান।

জেলেনস্কি সরকারের দাবি, যে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে বন্ধ করতে হবে যুদ্ধ। আর রাশিয়া বলছে, পশ্চিমারা ইউক্রেনে অস্ত্র সহায়তা এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলছে।

/এডব্লিউ

Exit mobile version