Site icon Jamuna Television

জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞার মুখে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার ওপর নতুন করে কঠোর নিষেধ্জ্ঞা জারি করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হবে আজ। বিলটি পাস হলে, বার্ষিক একশো কোটি মার্কিন ডলারের রপ্তানি রাজস্ব থেকে বঞ্চিত হবে পিয়ংইয়ং।

গতকাল শুক্রবার নিরাপত্তা পরিষদে প্রস্তাবের খসড়া উপস্থাপন করে যুক্তরাষ্ট্র। খসড়ায় উত্তর কোরিয়ার কয়লা, আকরিক লোহা, সীসা এমন কি সমুদ্র থেকে সংগৃহীত খাবার জাতীয় পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে।

এসব পণ্য রপ্তানি করে পিয়ংইয়ং প্রতি বছর ৩শ কোটি মার্কিন ডলার আয় করে। নিষেধাজ্ঞা কার্যকর হলে, রপ্তানি আয় কমবে অন্তত এক তৃতীয়াংশ।

আন্তর্জাতিক নিষেধজ্ঞা উপেক্ষা করে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণেই এই কঠোর নিষেধাজ্ঞা আরোপে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

নানা সূত্রের হিসাবে, চলতি বছর অন্তত ১৫ দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে কিং জং উনের দেশ। এর মধ্যে দুটি আন্তঃদেশীয় ব্যালিস্টিক মিসাইলও ছিল।

/কিউএস

Exit mobile version