Site icon Jamuna Television

শেষ মুহূর্তে চেলসির ৩ পয়েন্ট, জিতেও দুয়োধ্বনি শুনলো পিএসজি

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে চেলসি। শেষ মুহূর্তের গোলে তারা হারিয়েছে নিউক্যাসেলকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে নিজেদের অবস্থান দৃঢ় করেছে ব্লুজরা। অন্যদিকে ফ্রেঞ্চ লিগে এক ম্যাচ পর জয় পেলো টেবিল টপার পিএসজি। তবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয়া পিএসজির প্রতি প্রায় পুরো ম্যাচেই দুয়োধ্বনি দিয়েছে সমর্থকরা।

স্ট্যামফোর্ড ব্রিজে নিউক্যাসেল অনেকটাই রুখে দিয়েছিল চেলসিকে। প্রথমার্ধের গোটা সময় ব্লুজদের কঠিন পরীক্ষাই নেয় সফরকারীরা। ম্যাচের অধিকাংশ সময়ই স্বাগতিকদের রক্ষণভাগের কাটে নিউক্যাসেলের আক্রমণ রুখতে।

তবে নিউক্যাসেলের ফরোয়ার্ডরা পারেননি টমাস টুখেলের দলের বিরুদ্ধে এগিয়ে যেতে। দ্বিতীয়ার্ধেও চলে নিউক্যাসেলের আক্রমণের পসড়া। তবে ম্যাচের ৮৯ মিনিটে স্বাগতিকদের স্বস্তি এনে দেন কাই হ্যাভার্জ। জর্জিনহোর বাড়ানো বল জালে জড়িয়ে ৩ পয়েন্ট নিশ্চিত করেন এই জার্মান মিডফিল্ডার।

মেসি ও পিএসজির খেলোয়াড়দের শুনতে হয়েছে সমর্থকদের দুয়োধ্বনি। ছবি: সংগৃহীত

অন্যদিকে, ফরাসি লিগে টেবিলের তলানীতে থাকা বোর্দোর বিপক্ষে সহজ জয়ই পেয়েছে পিএসজি। ২৪ মিনিটে এমবাপ্পের গোলে লিড নিয়ে বিরতিতে যায় টেবিল টপাররা। ৫২ মিনিটে নেইমারের গোলের পর ৬১ মিনিটে পারেদেসের গোলে ৩-০ গোলের জয় নিশ্চিত হয় তাদের। প্রথম দুটি গোলের উৎসমুখে ছিলেন লিওনেল মেসি। তবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয়ায় এদিন মাঠে উপস্থিত দর্শক ছিলেন মেসি-নেইমারদের উপর হতাশ ও বিরক্ত।

আরও পড়ুন: লিস্টারকে হারিয়ে চারে উঠে এলো আর্সেনাল

এম ই/

Exit mobile version