Site icon Jamuna Television

ইরাকে গোপন ইসরায়েলি ঘাঁটিতে মিসাইল ছুঁড়লো ইরান

ইরাকে অবস্থিত গোপন ইসরায়েলি ঘাঁটিতে একগুচ্ছ ব্যালিস্টিক মিসাইল ছুঁড়লো ইরান। রোববার (১৩ মার্চ) দেশটির রেভ্যুলশানারি গার্ড, আইআরজিসি নিশ্চিত করে এই তথ্য।

আইআরজিসি জানায়, কুর্দিস্তানের রাজধানী ইরবিলে ছিল কৌশলগত ওই স্থাপনাটি। তবে হামলায় ভবনের ক্ষয়ক্ষতি ছাড়া শোনা যায়নি প্রাণহানির কোনো খবর।

গেলো সপ্তাহেই সিরিয়া ভূখণ্ডে চালানো অভিযানে ইরানি বিপ্লবী গার্ডের দুই সদস্যকে হত্যা করে ইসরায়েল। সেসময়ই তেহরান হুমকি দেয়, এ অপরাধের চড়া মূল্য দিতে হবে ইহুদিদের। ইরবিল প্রশাসনও জানিয়েছে, অন্তত ১২টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে স্পর্শকাতর কূটনীতিক এলাকায়। এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন কনস্যুলেটও।

এতে গুরুতর আহত হয়েছেন এক নিরাপত্তাকর্মী। ঐতিহাসিক পরমাণু চুক্তি মিটমাটের ইস্যু যখন চূড়ান্ত পর্যায়ে সেসময় হামলা চালিয়ে সমালোচনার মুখে পড়লো ইরান।

/এডব্লিউ

Exit mobile version