Site icon Jamuna Television

জামালপুরে ৮১ হাজার লিটার সয়াবিন তেল মজুদ, দুই ব্যবসায়ীকে জরিমানা

জামালপুরের মেলান্দহে দুইটি ভোজ্যতেলের দোকানে অভিযান চালিয়ে ৮১ হাজার লিটার সয়াবিন তেল মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ মার্চ) বেলা ১১ টার দিকে মেলান্দহ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে মেলান্দহ বাজরের মেসার্স তপু এন্টারপ্রাইজে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ৩৭৩ টি ড্রামে ৫৬ হাজার লিটার সয়াবিন তেল মজুদ রাখার অভিযোগে তেল ব্যবসায়ী তপু সাহাকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরে বাজারের জননী তেল ভাণ্ডারে অভিযান চালিয়ে ১৬৬ টি ড্রামে ২৫ হাজার লিটার তেল মজুদ রাখার অভিযোগে ব্যবসায়ী সিরাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

/এনএএস

Exit mobile version