Site icon Jamuna Television

ঝালকাঠিতে মধ্যযুগীয় কায়দায় নারী নির্যাতন, দুই দিন পর মৃত্যু

ঝালকাঠিতে মিনারা বেগম (৫০) নামে এক নারীর পেটে লাথি দিয়ে জরায়ু বের করে দেয়া হয়। ঘটনার দুই দিন পর রোববার (১৩ মার্চ) দুপুর ১ টায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি।

শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামে সুপারী গাছের শুকনা পাতা নেয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ঘটনায় দায়ের হওয়া মামলায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, মো. মিলন ফরাজী (৪৫), মিলন ফরাজীর ছেলে মো. শান্ত (১৮) এবং মো. ফিরোজ (৩৫) ।

রোববার দুপুরে মিনারা বেগমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ায় গ্রামবাসীরা ছুটে আসে মিনারা বেগমের বাড়িতে। কান্নায় ভেঙ্গে পড়েন আত্মীয়স্বজনরা। মাকে হারিয়ে জ্ঞান হারান ছেলে মাসুদ।

এ ঘটনার সাথে জড়িতরা এলাকায় প্রভাবশালী ও ক্ষমতাধর। মামলা করায় বাদীকে মেরে ফেলার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

এদিকে রোববার আদালত আসামিদের জামিন ঘোষণা দেয়ার সাথে সাথে মিনারা বেগমের মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ আদালতকে ৩০২ ধারা সংযোজন করা জন্য কথা জানালে আসামিদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়।

/এনএএস

Exit mobile version