Site icon Jamuna Television

‘লোকসান হলেও ভর্তুকি বাড়িয়ে বিদ্যুতের দাম একই রাখা হবে’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

দেশে প্রতিদিন বিদ্যুতের চাহিদা বাড়ছে ২শ’ মেগাওয়াট। লোকসান হলেও ভর্তুকি বাড়িয়ে দাম একই রাখা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (১৪ মার্চ) বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, আমদানিকৃত তেল বিক্রি করে সরকারকে দিনে ৮০ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। বিদ্যুতের চাহিদা আরও বাড়লে দাম বৃদ্ধির বিষয় বিবেচনা করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। নসরুল হামিদ বলেন, দেশে এখন ৯৯ শতাংশ মানুষ বিদ্যুতের আওতায় রয়েছে। প্রতিমন্ত্রী জানান, ২১ মার্চ পায়রা বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেদিন দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেবেন তিনি।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ৪৭ থেকে ৯৯ শতাংশ জনগোষ্ঠীকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রায় আল্ট্রা ক্রিটিক্যাল কোল পাওয়ারপ্ল্যান্ট উদ্বোধন করবেন। এবং সেদিনই তিনি শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেবেন।

আরও পড়ুন: রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে: বাণিজ্যমন্ত্রী

এম ই/

Exit mobile version