Site icon Jamuna Television

গাজীপুরের কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার।

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। নিহত ওই আসামির নাম জমসের আলী (৪৪)। নিহত জমসের আলী সাভার থানার বড়দেশী পূর্বপাড়া এলাকার মনসুর আলীর ছেলে। তিনি সাভারের ছয় ছাত্র হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ছিলেন।

সোমবার (১৪ মার্চ) দুপুরে মারা গেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জমসের আলী। কারাগারের ভেতরেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারের জেলার দেব দুলাল জানান, কারাগারের ভেতরে হাইপোটেনশন হয়ে পড়েন জমশেদ আলী। তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসজেড/

Exit mobile version