Site icon Jamuna Television

ঝিনাইদহে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

আটককৃত ডাকাত দল।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর বাজার থেকে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৬ জন ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃতদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৪ মার্চ) ভোররাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- সম্রাট হোসেন (৩০), মনা ওরফে মুন্না (৩১), রাসেল শেখ (২৪), মুন্না খান (২৪), আলামীন হোসেন (২৪) ও সাহমত মাতুব্বর (৩৫)। তাদের বাড়ী ভোলা ও খুলনা জেলার ফুলতলা এলাকায়।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুরের জলিলপুর বাজারে পুলিশের একটি টহল দল অভিযান চালায়। একদল ডাকাত সেখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর আসে আমাদের কাছে। এই অভিযানে একটি ট্রাক ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরমঞ্জামসহ ৬জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

এসজেড/

Exit mobile version