Site icon Jamuna Television

নোয়াখালীতে গোডাউনে মিললো ১৮ হাজার লিটার ভোজ্যতেল, ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীকে জরিমানা করছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা।

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে অভিযান চালিয়ে একটি গোডাউনে অবৈধভাবে মজুদকৃত ১৮ হাজার লিটার সয়াবিন তেল ও পামওয়েল জব্দ করেছে জেলা ভোক্তা অধিকার অধিদফতর। অবৈধভাবে ভোজ্যতেল মজুদ রাখায় মেসার্স বিজয়া ভান্ডার নামের এই প্রতিষ্ঠানের মালিক রাজেশ বনিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সংশ্লিষ্ট অধিদফতর।

সোমবার (১৪ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কবির হোসেনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। ভোজ্যতেল কালোবাজারি, মজুদ ও ক্রয়ের ভাউচার সংরক্ষণ মনিটরিংয়ের অংশ হিসেবে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা শাখা। অভিযানকালে চৌমুহনী দক্ষিণ বাজারের ব্যাংক রোডের তোতা মিয়ার গলিতে অবস্থিত মেসার্স বিজয়া ভান্ডারের একটি গোডাউনে থাকা ৮৮টি ড্রামে প্রায় ১৮ হাজার লিটার সয়াবিন ও পামওয়েল মজুদ অবস্থায় পাওয়া যায়।

ভোক্তা অধিকার জেলা সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বাজারে তেল বিক্রি না করে বেশি লাভের আশায় অবৈধভাবে নিজের একটি গোডাউনে তেলগুলো মজুদ করে রাখে বিজয়া ভান্ডারের মালিক রাজেশ বনিক। গোপন সংবাদের ভিত্তিতে পেয়ে ওই গোডাউনে অভিযান চালিয়ে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এই অপরাধে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। সেই সাথে ভবিষ্যতে এই ধরনের কাজ না করার জন্য সতর্ক করা হয়েছে রাজেশ বনিককে।

এসজেড/

Exit mobile version