Site icon Jamuna Television

‘চীনের তৈরি মিসাইল রক্ষণাবেক্ষণ কারখানা বাংলাদেশে ছিল না, ভবিষ্যতেও হবে না’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ফাইল ছবি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশে চীনের তৈরি মিসাইল রক্ষণাবেক্ষণ কারখানা অতীতেও ছিল না, ভবিষ্যতেও হবে না। সোমবার (১৪ মার্চ) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গতকাল রোববার রাজধানীতে আয়োজিত ‘স্প্রিং ডায়ালগ উইথ চায়না’ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, চীন কখনো অন্য কোনো দেশের ভেতরে সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ স্থাপনা তৈরি করে না। তবে কোনো দেশ সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণে সহায়তা চাইলে তা সহায়তা দিয়ে থাকে।

প্রসঙ্গত, ‘বাংলাদেশে মিসাইল তৈরির কারখানা তৈরি করছে চীন, উদ্বিগ্ন ভারত’ জাপানি সংবাদমাধ্যম ‘নিক্কেই এশিয়া’য় প্রকাশিত এমন প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে লি জিমিং এমন মন্তব্য করেন। এ রকম সংবাদ খতিয়ে দেখার জন্য বেইজিংয়ে বার্তা পাঠাবেন বলেও উল্লেখ করেন এ কূটনীতিক।

চীনা রাষ্ট্রদূতের বক্তব্যের প্রসঙ্গে সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। এ সময় জাপানি গণমাধ্যমকে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দেবে বলে উল্লেখ করেন তিন।

উল্লেখ্য, নিক্কেই এশিয়ার প্রতিবেদনটিতে বলা হয়, ২০১১ সালে বাংলাদেশকে যে সারফেস টু এয়ার মিসাইল দিয়েছে, তা রক্ষণাবেক্ষণে চীন এমন ব্যবস্থা তৈরি করছে, যাকে ‘হাব’ হিসেবে বিবেচনা করা যায়।

/এমএন

Exit mobile version