Site icon Jamuna Television

রোহিতের ছক্কায় নাক ফাটলো যুবকের

ছবি: সংগৃহীত

বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে গোলাপি বলের দ্বিতীয় টেস্ট খেলছে ভারতীয় দল। প্রথম টেস্টে জয়ের পর দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জয়ের দোরগোড়ায় ভারত। এই ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে ১০০ শতাংশ দর্শকই উপস্থিত থাকার অনুমতি পেয়েছে। দর্শকরাও ভিড় জমিয়েছেন ম্যাচ দেখতে। এর মধ্যেই দুর্ঘটনার শিকার হয়েছেন এক দর্শক।

মাঠে দর্শকরা বিনোদনের জন্য, প্রিয় তারকাদের সামনাসামনি দেখার জন্য ভিড় জমান। একই কারণে রোববার (১৩ মার্চ) ম্যাচের দ্বিতীয় দিন মাঠে গিয়েছিলেন গৌরব বিকাশ পারবার। ভারতের দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে বিশ্ব ফার্নান্ডোর বিরুদ্ধে ব্যাট করছিলেন রোহিত শর্মা। একটি শর্ট বল পেয়েই নিজের প্রিয় পুল মারেন রোহিত। বল গিয়ে আছড়ে পড়ে গ্যালারিতে। আর এতেই যত বিপত্তি। বল সোজা গিয়ে গ্যালারিতে গৌরবের নাকে লাগে। ফলে তার নাক ভেঙে রক্ত ঝড়তে থাকে। ২২ বছরের যুবকের তখন নাজেহাল অবস্থা।

মাঠেই তার প্রাথমিক চিকিৎসা করা হয়। তারপর গৌরবকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনা প্রথম না ঘটলেও, মাঠে খেলা দেখতে গিয়ে সাধারণত এমনটা দেখা যায় না। রোহিত অবশ্য এই ইনিংসেও শুরুটা ভালো করে ৪৬ রানে বড় শট মারতে গিয়েই বাউন্ডারিতে ক্যাচ দেন।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ৯ রানের নাটকীয় জয় বাংলাদেশের
ইউএইচ/

Exit mobile version