Site icon Jamuna Television

নাপায় ক্ষতিকর কিছু পায়নি ওষুধ প্রশাসন অধিদফতর

ওষুধ প্রশাসন অধিদফতর জানিয়েছে, বিভিন্ন স্থান থেকে সংগৃহীত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নাপা ব্র্যান্ডের ওষুধে ক্ষতিকর কিছু খুঁজে পায়নি সংস্থাটি। সোমবার (১৪ মার্চ) রাজধানীর মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদফতরের (ডিজিডিএ) সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ সেবনে দুই সহোদর শিশু মৃত্যুর ঘটনার রহস্য চার দিনেও উদঘাটন করতে পারেনি ডিজিডিএ। দুই শিশুকে যে নাপা সিরাপ খাওয়ানো হয়েছে, সেই ব্যাচের সিরাপ ঝুঁকিমুক্ত ও মানসম্মত ছিল বলে দাবি করেছে সংস্থাটি।

নাপা ব্র্যান্ডের ওষুধটির কয়েকটি ব্যাচের ৮টি নমুনা পরীক্ষা করলেও যে ওষুধটি সেবনে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে, সেটি পরীক্ষা করতে পারেনি ওষুধ প্রশাসন অধিদফতর। আর তাতে কী কারণে তাদের মৃত্যু হয়েছে, সেটি পুলিশের সিআইডির ফরেনসিক প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে না বলেও জানিয়েছে সরকারি এ সংস্থাটি।

/এসএইচ

Exit mobile version