Site icon Jamuna Television

ভোজ্যতেলের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট প্রত্যাহার

বাজারে দাম সহনীয় করতে ব্যবসায়ী ও উৎপাদন পর্যায়ে পরিশোধিত সয়াবিন ও পাম তেলের ভ্যাট প্রত্যাহার করে মূলধনী যন্ত্রপাতি সংক্রান্ত প্রজ্ঞাপন (এসআরও) জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সোমবার (১৪ মার্চ) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে এদিন মন্ত্রিসভার বৈঠকে ভোজ্যতেলের অনিয়ন্ত্রিত দাম এবং রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী দাম নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ দেন। এনবিআরকে ভ্যাট কমানোর জন্য বলা হয়। প্রয়োজনীয় অন্যান্য নিত্যপণ্যের ভ্যাট কমানোর বিষয়েও পদক্ষেপ নিতে বলা হয়েছে বৈঠকে।

এতদিন সয়াবিন ও পাম তেলের স্থানীয় উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপ ছিল। সোমবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সয়াবিন ও পাম তেলে এই ভ্যাট দিতে হবে না। তবে অপরিশোধিত ভোজ্যতেলের আমদানি পর্যায়ে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট অপরিবর্তিত থাকছে।

/এমএন

Exit mobile version