Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে অবৈধ দু’টি ইটভাটা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

ইট ভাটার চিমনিগুলো পানি দিয়ে নষ্ট করে দেয়া হচ্ছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা পরিচালনা ও জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর দায়ে ২টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ইটভাটা দুটির মালিকদের দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার চর আলগী ইউনিয়নের চর সেকান্দর এলাকায় আল মাদানী ব্রিকস ও চর রমিজ ইউনিয়নের চর মেহার এলাকায় হাওলাদার ব্রিকসে এ অভিযান চালানো হয়। এ সময় ইটভাটার চিমনিগুলোতে পানি ঢেলে নষ্ট করা হয়। পাশাপাশি ৬টি ড্রাম চিমনিগুলো উপড়ে ফেলা হয়।

অভিযানকালে আল মাদানী ব্রিকসের স্বত্বাধিকারী আব্দুর রবকে এক লক্ষ টাকা এবং হাওলাদার ব্রিকসের স্বত্বাধিকারী মো. আব্দুল মালেককে একই অপরাধে এক লক্ষ অর্থদণ্ড করা হয়েছে। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন এ রায় দেন। এ সময় সার্বিক সহযোগিতা করেন ফায়ার সার্ভিস ও রামগতি থানার পুলিশ সদস্যরা।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর দায়ে ওই অভিযান চালানো হয়েছে। ফসলী জমি ও পরিবেশ রক্ষায় এ অভিযান, আগামীতেও অব্যাহত থাকবে। দুটি ইটভাটায় মোট দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসজেড/

Exit mobile version