Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাছেরদাইড় এলাকায় মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দুই নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। সোমবার (১৪ মার্চ) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের মাছেরদাইড় জামে মসজিদের কমিটির একাংশের লোকজন মসজিদ উন্নয়নের জন্য টাতা উত্তোলন করে। কমিটির অপর পক্ষের লোকজন সে টাকার হিসাব চাইলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। এরই জের ধরে বিকেলে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গ্রামের নারী পুরুষসহ ১২ জন আহত হন। ধারালো অস্ত্র নিয়ে চলে এ সংঘর্ষ। 

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, দুই পক্ষের সংঘর্ষে আহত হওয়ার খবর পাওয়া গেছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। পুলিশ প্রহরায় রয়েছে মাছেরদাইড় গ্রাম।

/এনএএস 

Exit mobile version