Site icon Jamuna Television

রানি এলিজাবেথের দেয়া নৈশভোজে প্রধানমন্ত্রী

বাকিংহাম প্যালেসে কমনওয়েলথভুক্ত দেশগুলোর নেতাদের সম্মানে রানি এলিজাবেথের দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্যান্য নেতারা অংশ নেন নৈশভোজে। অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রানী দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স চার্লস।

এদিকে লন্ডনে আজ শেষ হচ্ছে কমনওয়েলথ সম্মেলন। দ্বিতীয় ও শেষ দিনে আন্তর্জাতিক বাণিজ্য, নিরাপত্তা এবং সাইবার হামলা ইস্যুতে কথা বলবেন নেতারা।

Exit mobile version