Site icon Jamuna Television

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে রত্না পারভীন নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পাবনার সুজানগর উপজেলার কাচরী গ্রামের মাসুদ রানার স্ত্রী।

সোমবার (১৪ মার্চ) বিকাল ৪টায় ঈশ্বরদী জংশন স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা পারবতীপুরগামী রকেট ট্রেনের নিচে কাটা পড়ে রত্না পারভিনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্টেশনে থাকা যাত্রীরা রেলওয়ে থানা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি পুলিশের পরিদর্শক (ওসি) গোপাল কর্মকার জানান, খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করি। পরিবারের কোনো অভিযোগ না থাকলে লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: মোহনগঞ্জে আগুনে পুড়ে মৃত কৃষকের ৫টি গরু, অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে
ইউএইচ/

Exit mobile version