Site icon Jamuna Television

ফেঁসে গেছেন শ্রাবন্তী, হতে পারে ৩-৭ বছরের জেলও

ছবি: সংগৃহীত।

কিছুদিন আগে একটি বেজির সাথে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন ভারতীয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। এরপরই শুরু হয় বিতর্ক। এ নিয়ে তৃতীয় দফা জেরার মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। সর্বশেষ সোমবার (১৪ মার্চ) ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল টানা ৬ ঘণ্টার জেরা করে অভিনেত্রীকে। অপরাধ প্রমাণিত হলে ভারতীয় আইন অনুযায়ী ৩-৭ বছরের কারাদণ্ডও হতে পারে তার। খবর জি নিউজের।

একটি সিনেমার শ্যুটিংয়ে গিয়ে গত ১৫ জানুয়ারি গলায় শেকল দিয়ে বাঁধা এক বেজির সাথে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন শ্রাবন্তী। বিষয়টি তখনই নজরে আসে দেশটির ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের। এর একমাস পরই শ্রাবন্তীকে সমন পাঠানো হয়।

জানা গেছে, সেই শ্যুটিংয়ের সময় যারা উপস্থিত ছিলেন, তাদেরও ডেকে পাঠানো হয়েছিল। গত ৮ ও ৯ মার্চ তাদের বয়ান রেকর্ড করা হয়। সেই বয়ান খতিয়ে দেখে বেশ কিছু প্রশ্ন ওঠে আসলে সোমবার ফের শ্রাবন্তিকে তলব করা হয়। এ ঘটনায় গ্রেফতার হয়েছেন অভিনেত্রীর গাড়ি চালক ভরত হাতিও। মঙ্গলবার (১৫ মার্চ) আদালতে তোলা হবে তাকে। পাশাপাশি শ্রাবন্তীও এ দিন বিধান নগর কোর্টে হাজিরা দেবেন। সেখানে রেকর্ড করা হবে তার বয়ান।

এসজেড/

Exit mobile version