Site icon Jamuna Television

আমরা গাজায় আরও কঠোর হামলা চালাতে প্রস্তত: ইসরায়েলি সেনা প্রধান

ইসরায়েলি সেনাপ্রধান আভিভ কোহাভি

ইসরায়েলি সেনাপ্রধান আভিভ কোহাভি বলেছেন, ইসরাইলি সেনারা গাজা উপত্যকা ও অন্যান্য ফিলিস্তিনি শহরে আরও কঠোর অভিযান চালাতে প্রস্তুত। এমনকি ২০০২ সালের জেনিন অভিযানের চেয়েও সফল হবে আসন্ন এসব অভিযান। খবর মিডলমিস্ট মনিটরের।

রোববার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এসব তথ্য জানায় মিডলইস্ট মনিটর। প্রতিবেদনে বল হয়েছে, জেনিন অভিযানের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ আভিভ কোহাভি বলেন, দ্বিতীয় ইন্তিফাদা দমনে ২০০২ সালে জেনিন ও অন্যান্য ফিলিস্তিনি শহরে সামরিক অভিযান চালিয়েছিল ইসরায়েল। শীঘ্রই এমন অভিযান আবারও চালানো হবে, তবে এবারের অভিযান হবে আরও কঠোর বলে মন্তব্য করেন তিনি।

কোহাভি আরও বলেন, ২০০২ সালের জেনিন অভিযানে যেমন যোগাযোগ, পানি ও বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ করা হয়েছিল ২০২২ সালেও তেমনটিই করা হবে, তবে তা আরও দক্ষতার সাথে করা হবে জানান তিনি।


/এসএইচ




Exit mobile version