Site icon Jamuna Television

মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন জেলেনস্কি

ছবি: সংগৃহীত

এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দিতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদমির জেলেনস্কি। বুধবার (১৬ মার্চ) মার্কিন কংগ্রেসে তিনি এ ভাষণ দেবেন বলে জানা গেছে। খবর সিবিএসনিউজের।

সোমবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের আইনসভার স্পিকার ন্যান্সি পেলোসি এ বিষয়ে কংগ্রেসের সদস্যদের কাছে একটি চিঠি দিয়েছেন বলে জানিয়েছে সিবিএসনিউজ। 

ইতোমধ্যে এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস। বিবৃতিতে তারা জানিয়েছে, ইউক্রেনের প্রতি একাত্মতা ও সংহতি প্রকাশের অংশ হিসেবে প্রেসিডেন্ট জেলেনস্কিকে ভাষণ দেয়ার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে অমানবিক রুশ আগ্রাসনে সৃষ্ট দুর্যোগে ইউক্রেনীয়দের পাশে থাকার ব্যাপারে একমত কংগ্রেস সদস্যরা। এছাড়া রাশিয়াকে প্রতিহতকরণ ও ইউক্রেনে নিরাপত্তা ও অর্থনৈতিক সাহায্য দিতেও একমত আছেন কংগ্রেসের সকল সদস্য, বলে জানা গেছে। 

বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদমির জেলেনস্কিকে আমাদের কংগ্রেসে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা।

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এরইমধ্যে বেশ কয়েকটি দেশের সংসদে কথা বলেছেন জেলেনস্কি।সে ধারাবাহিকতায়ই এবার মার্কিন কংগ্রেসে কথা বলতে যাচ্ছেন তিনি।  

/এসএইচ

Exit mobile version