Site icon Jamuna Television

কুমিল্লায় ফেসবুকে প্রচারণা চালিয়ে শিয়ালের মাংস বিক্রি

ফাইল ছবি

কুমিলা ব্যুরো:

কুমিল্লার মুরাদনগরে ফেসবুকে প্রচারণা চালিয়ে শিয়ালের মাংস বিক্রির অভিযোগে ৪ জনের নাম উল্লেখ করে শনিবার (১২ মার্চ) মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে উপজেলা বন বিভাগের সামাজিক বনায়ন কর্মকর্তা মো. আবদুল মতিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযুক্তরা হলো, মো. আলমগীর হোসেন (৫৫), মো. শরিফুল ইসলাম (৪০), সাইফুল ইসলাম (২৬) ও মো. জাহাঙ্গীর হোসেন।

সামাজিক বনায়ন কর্মকর্তা মো. আবদুল মতিন জানান, ফেসবুকে শিয়ালের মাংস বিক্রির ছবি ভাইরাল হওয়ায় বিষয়টি বন বিভাগের নজরে আসলে, পরে জড়িত চারজনের নাম উল্লেখ করে মুরাদনগর থানায় মামলা করি।

বন কর্মকর্তা আবদুল মতিন বলেন, গত বৃহস্পতিবার (১০ মার্চ) উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের হাছান মার্কেটে শিয়াল জবাই করে পাঁচশ টাকা কেজি দরে মাংস বিক্রি করেন স্থানীয় চারজন যুবক। ক্রেতা পাওয়ার জন্য শফিকুল ইসলাম নামের একজন তার ফেসবুক আইডি থেকে শিয়ালের মাংস কাটার ছবি ও মোবাইল নম্বর দিয়ে পোস্ট দেন। ওই নাম্বারে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিয়ালের মাংস ফ্রিজে রাখা আছে। কাজিয়াতল হাছান মার্কেটে এসে ফোন দিলে আপনার মাংস দেয়া যাবে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিয়াল ধরতে তারা ফাঁদ পেতে কিংবা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারপর শিয়াল ধরে জবাই করে মাংস বিক্রি করে।

মুরাদনগর থানার ওসি আবুল হাশিম জানান, বন্যপ্রাণী নিধনের দায়ে চারজনের নামে মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

/এসএইচ

Exit mobile version