Site icon Jamuna Television

দোনেৎস্কে মিসাইল হামলায় নিহতের ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ

ছবি: সংগৃহীত

দোনেৎস্কে মিসাইল হামলায় ২৩ জন নিহতের ঘটনায় মস্কো এবং কিয়েভের মধ্যে চলছে পাল্টাপাল্টি দোষারোপ। খবর ডেইলি মেইলের।

সোমবারের এই হামলার জন্য রাশিয়া ইউক্রেনকে দায়ী করছে। তবে জেলেনস্কি সরকারের পাল্টা অভিযোগ, তাদের সেনারা নয়, বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে রাশিয়া। হামলার কোনো যৌক্তিকতা না পেয়ে তাদের ওপর দায় চাপাচ্ছে পুতিন।

তবে মস্কোর অভিযোগ, যে মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে সেটা ইউক্রেনীয় সেনারা ব্যবহার করে বলে প্রমাণ রয়েছে। এমনকি নো ফায়ারিং জোনে এই ধরনের হামলা চালানোকে যুদ্ধাপরাধের শামিল হিসেবে আখ্যা দিয়েছে রাশিয়া।

আরও পড়ুন: ইউরোপে খাদ্য সংকটের শঙ্কা

ইউএইচ/

Exit mobile version