Site icon Jamuna Television

প্যালেসের সাথে ড্র করলো ম্যানসিটি

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান চেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার খেলাটি গোল শূন্য ড্র হয়েছে। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখেও দু’টি মূল্যবান পয়েন্ট হারিয়েছে পেপ গার্দিওয়ালার দল।

বেশ কয়েকটি গোলের তৈরি করেও ডেডলক ভাঙতে পারেনি সিটিজেনরা। খেলার ১৪ মিনিটে সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করে বসে ম্যানসিটি। কেভিন ডে ব্রুইনের শট গোলরক্ষক ফেরালেও করতে পারেননি বিপদমুক্ত। বল গ্লাভস গলে বেরিয়ে যাওয়ার পর ছুটে যান বের্নার্দো সিলভা। কিন্তু সুযোগ পেয়েও তা থেকে গোল করতে পারেননি তিনি।

টেবিলের শীর্ষে থাকলেও দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান কমার সম্ভাবনা তৈরি হয়েছে সিটির। ২৯ ম্যাচে গার্দিওয়লা শিষ্যদের সংগ্রহ ৭০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট ৬৬।

আরও পড়ুন: কারিম বেনজেমার জোড়া গোলে জিতলো রিয়াল

ইউএইচ/

Exit mobile version