Site icon Jamuna Television

আজ ঢাকায় আসছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ।

দু’দিনের সফরে আজ ঢাকায় আসছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানাবেন। পরে সন্ধ্যায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে পররাষ্ট্রমন্ত্রীর দেয়া নৈশভোজনে অংশ নেবেন তিনি।

বুধবার সকালে প্রথম ঢাকা-রিয়াদ রাজনৈতিক সংলাপে নেতৃত্ব দিবেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক এই সংলাপে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগসহ বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই করবে দু’দেশ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। বুধবার বিকালেই সৌদি ফিরবেন তিনি।
আরও পড়ুন: ‘চীনের তৈরি মিসাইল রক্ষণাবেক্ষণ কারখানা বাংলাদেশে ছিল না, ভবিষ্যতেও হবে না’
ইউএইচ/

Exit mobile version