Site icon Jamuna Television

ইউক্রেনে রুশ আগ্রাসন: বুধবার আন্তর্জাতিক বিচার আদালতের রুল

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে দায়ের করা মামলায় কাল বুধবার রুল জারি করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচারিক আদালত-আইসিজে। মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মিথ্যা অজুহাতে ইউক্রেনে আগ্রাসন শুরু করেছে রাশিয়া। এমন অভিযোগ আমলে নিয়ে রুল জারি করবেন আদালত। এর আগে ৭ মার্চ এই মামলার ওপর শুনানি থাকলেও সেই শুনানিতে হাজির হয়নি রাশিয়া।

বিচারিক আদালতের কাছে ইউক্রেন অভিযোগ জানিয়েছে, রুশ বাহিনী দোনবাস অঞ্চলে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। এমনকি যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি।
আরও পড়ুন: আবারও বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন
ইউএইচ/

Exit mobile version