Site icon Jamuna Television

শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে পুরোদমে ক্লাস শুরু

ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই বছর পর সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুরোদমে ক্লাস শুরু হলো আজ। করোনার প্রভাব কাটিয়ে প্রাক-প্রাথমিকে ফিরেছে শিক্ষার্থীরা। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসব বিরাজ করছে।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল থেকেই স্কুল-কলেজে শিক্ষার্থীরা আসতে শুরু করে। অনেকদিন পর বন্ধুদের দেখতে পেরে সবার মুখে খুশির ঝিলিক দেখা গেছে। একই সঙ্গে খুশি অভিভাবকরা। কেননা দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় হাঁপিয়ে উঠেছেন সবাই।

বেশিরভাগ স্কুলের ফটকেই রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার কিংবা সাবান পানির ব্যবস্থা। এদিকে স্কুলে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন শিক্ষকরা।

করোনাভাইরাসের সংক্রমণের পর ২০২০ সালে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি বিবেচনায় গেল বছরের সেপ্টেম্বরে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়। পরে সংক্রমণ বাড়ায় ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয় এ বছরের জানুয়ারিতে। ফেব্রুয়ারির ২২ তারিখ থেকে সীমিত আকারে শুরুর পর, দুই বছরে এই প্রথমবার স্বাভাবিক হচ্ছে শ্রেণিকক্ষ কার্যক্রম।

ইউএইচ/

Exit mobile version