Site icon Jamuna Television

দোনেৎস্কে ২৩ জন নিহত, মস্কো ও কিয়েভের পাল্টাপাল্টি দোষারোপ

ছবি: সংগৃহীত

দোনেৎস্কে মিসাইল হামলায় ২৩ জন নিহতের ঘটনায় মস্কো এবং কিয়েভের মধ্যে চলছে পাল্টাপাল্টি দোষারোপ। খবর দ্য গার্ডিয়ানের।

সোমবারের (১৪ মার্চ) এই হামলার জন্য রাশিয়া ইউক্রেনকে দায়ী করে। সেই সাথে, ইউক্রেন যুদ্ধাপরাধ করেছে বলেও অভিযোগ এনেছে মস্কো।

তবে পাল্টা অভিযোগ এনে জেলেনস্কি সরকারের দাবি, তাদের সেনারা নয়, বরং বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের দাবি, হামলার কোনো যৌক্তিকতা না পেয়ে তাদের ওপর দায় চাপাচ্ছে পুতিন। তবে মস্কো অভিযোগ করে, যে মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে সেটা ইউক্রেনীয় সেনারা ব্যবহার করে বলে প্রমাণ রয়েছে। এমনকি, নো ফায়ারিং জোনে এই ধরনের হামলা চালানোকে যুদ্ধাপরাধের শামিল হিসেবে আখ্যা দিয়েছে রাশিয়া।

তবে ইউক্রেন সেনাবাহিনীর মুখপাত্র লিওনিদ মাতিউখিন বলেন, স্র্যাপনেল ওয়ারহেড বহনকারী মিসাইলটি একটি রুশ রকেট এবং এ নিয়ে তর্কের কোনো অবকাশ নেই।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: এক নজরে সবশেষ পরিস্থিতি

এম ই/

Exit mobile version