Site icon Jamuna Television

বাংলাদেশের পাওয়ার হিটিং কোচ অ্যালবি মরকেল

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের পাওয়ার হিটিং কোচ হিসেবে কাজ করবেন দেশটির সাবেক অলরাউন্ডার অ্যালবি মরকেল। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

মঙ্গলবার (১৫ মার্চ) টাইগারদের অনুশীলনে যোগ দেবেন অ্যালবি মরকেল, এমনটাই জানিয়েছে বিসিবি। এর আগে, নামিবিয়ায় কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে মরকেলের। টাইগারদের তৃতীয় প্রোটিয়া কোচ হতে যাচ্ছেন তিনি। প্রধান কোচ হিসেবে রাসেল ডোমিঙ্গোর সাথে বোলিং কোচ হিসেবে এই সফরে কাজ করবেন আরেক সাবেক প্রোটিয়া কিংবদন্তি অ্যালান ডোনাল্ড।

তবে পাওয়ার হিটিং কোচ হিসেবে অ্যালবি মরকেলকে নিয়োগ দেয়া হয়েছে সংক্ষিপ্ত মেয়াদে। বিসিবি জানিয়েছে, কেবল দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্যই বাংলাদেশ দলের সাথে কাজ করবেন সাবেক এই মারকুটে অলরাউন্ডার।

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপে উইন্ডিজকে টপকে ৭ নম্বরে বাংলাদেশ

এম ই/

Exit mobile version