দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এর আগে সর্বশেষ গত বছরের ৯ ডিসেম্বর করোনায় মৃত্যুহীন দিন পার করেছে বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২১৭ জনের। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৪৯টি।
মঙ্গলবার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৯৪২ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬০০ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৮ লাখ ৬৪ হাজার ৪০৮ জন। আর মোট প্রাণহানি হয়েছে ২৯ হাজার ১১২ জনের।
প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
/এমএন

