টিভিতে যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড দেখানো রুশ সাংবাদিক নিখোঁজ

|

ছবি: সংগৃহীত

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেলের সন্ধ্যার খবরে যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড প্রদর্শন করা রুশ নারী সাংবাদিক নিখোঁজ। জানিয়েছে বিবিসি।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমগুলো এই প্রতিবাদের খবরটি প্রকাশ করেনি। কেবল একটি বেসরকারি সংবাদ মাধ্যম তাদের পত্রিকায় খবরটি প্রকাশ করলেও প্ল্যাকার্ডের লেখাগুলো অস্পষ্ট করে দেয়। কারণ, রাশিয়ায় বর্তমানে এ ধরনের লেখা প্রকাশ ও সম্প্রচার করাকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে।

মারিনা অভসিয়ানিকোভা নামের সেই সাংবাদিকের খোঁজ কেউ জানাতে পারছে না, এমনটি বলছে বিবিসি। গত রাতে (১৪ মার্চ) তাকে আটক করা হয় বলে জানা গেছে। টিভি সম্প্রচার কেন্দ্রের কাছাকাছি সকল থানায় মারিনার খোঁজ করেছেন তার আইনজীবী; তবে খুঁজে পাননি কোথাও। রাশিয়ার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মারিনার ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

ধারণা করা হচ্ছে যে, মস্কোর বিচারালয়ে যেকোনো সময়ে দেখা যাবে তাকে। রাষ্টদ্রোহী অপরাধে ক্রেমলিনকে পূর্বেও কঠোর শাস্তি দিতে দেখা গেছে। রুশ সরকার ও সেনাবাহিনীর কার্যক্রমের সমালোচনা করাকে অসত্য তথ্য হিসেবে উপস্থাপন করে থাকে ক্রেমলিন এবং এমন কাজের শাস্তিস্বরূপ ১৫ বছরের জেলও হতে পারে।

আরও পড়ুন: যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে জীবন দিলেন মার্কিন সাংবাদিক

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply