Site icon Jamuna Television

বিট পুলিশিং ব্যবস্থায় দেশে প্রায় ২৫ হাজার মামলা কমে গেছে: আইজিপি

দেশের গ্রামগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিট পুলিশিং ব্যবস্থা কার্যকর করা হয়েছে। এ কারণে দেশে প্রায় ২৫ হাজার মামলা কমে গেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে গ্রাফিক নভেল দুর্জয়ের ডায়েরি ও অ্যানিমেটেড ফিল্ম সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও বলেন, শিশুরা কমিকসের মাধ্যমে বিট পুলিশের কার্যক্রম বিষয়ে জানতে পারবে। প্রাথমিকভাবে পাঁচটি বিষয়ের ওপর কমিকস প্রকাশিত হলেও পরবর্তীতে অন্যান্য এজেন্ডাও অন্তর্ভুক্ত করা হবে।

এ সময় আইজিপি জানান, বিট পুলিশিং ব্যবস্থা কার্যকর করতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অফিসারদের জন্য রুম বরাদ্দ করা হয়েছে।

/এমএন

Exit mobile version