Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর অটোচালকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় শরিফুল (১৪) নামের এক কিশোর অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরিফুল তেজখালী ইউনিয়নে জয়নগর গ্রামের এরশাদ মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের ডোমরাকান্দি গ্রাম সংলগ্ন মেঘনা পার্ক কফি হাউজের পাশের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার শরীফুল অটোরিকশা নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি। পরে পুলিশ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে গেছে। চক্রটিকে ধরতে আমদের অভিযান অব্যাহত আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসজেড/

Exit mobile version