Site icon Jamuna Television

‘বাজারে সঙ্কট থাকবে না, শিগগিরই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্ষম হব’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি অসাধু মুনাফাখোর, মজুদদারদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে, হাজার হাজার টন ভোজ্যতেল উদ্ধার হচ্ছে। আমরা আশা করি, বাজারে এই সঙ্কট থাকবে না এবং অল্প শিগগরই দ্রব্যমূল্য পুরোপুরি নিয়ন্ত্রণ করতে সক্ষম হব।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, কেউ অতিরিক্ত দাম রাখলে ১৬১২১ নাম্বারে ফোন করে অভিযোগ করার সুযোগ সৃষ্টি করা হয়েছে।

ওবায়দুল কাদের দাবি করেছেন, দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকায় বিএনপিকে জনগণকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি নেতারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বলছেন। কিন্তু ২ বছরের বেশি সময় ধরে করোনাভাইরাস এবং বর্তমানে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারনে দ্রব্যমূল্য কিছুটা বেড়েছে। যা বিশ্বের অন্য জায়গার মতো দেশের বাজারেও প্রভাব পড়েছে।

ওবায়দুল কাদের বলেন, বাজার পরিস্থিতি বিবেচনায় ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। এর থেকে দাম বেশি নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

/এমএন

Exit mobile version