Site icon Jamuna Television

চট্টগ্রামে বাজার নিয়ন্ত্রণে এবার মাঠে নামলো প্রশাসন, প্রথম দিনে জরিমানা হয়নি কারোর

নিত্যপণ্যের বাজারে চরম অস্থিরতার মধ্যেও এতোদিন অনেকটা নীরব ছিল চট্টগ্রাম জেলা প্রশাসন। তবে বাজার তদারকিতে অবশেষে মাঠে নেমেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে নগরীর একটি মাত্র বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালায় একটি দল। প্রথমদিনে জরিমানা বা শাস্তি না দিয়ে সতর্ক করা হয় ব্যবসায়ীদের। রমজানের আগে বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের দাবি ভোক্তাদের।

তবে মাঝে মধ্যে লোক দেখানো অভিযান না চালিয়ে নিয়মিত বাজার তদারকির পাশাপাশি কারসাজির সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান ভোক্তারা।

জেলা প্রশাসন এবং ভোক্তা অধিদফতরের শিথিল মনোভাবের সুযোগ নিচ্ছে চট্টগ্রামের অসাধু ব্যবসায়ীরা। ডাল, ডাল, ছোলা, ভোজ্যতেলের বাজারে আগুনের আঁচ লেগেছে সাবান, হ্যান্ডওয়াশের মতো অন্যান্য সামগ্রীতেও।

এসজেড/

Exit mobile version