অঘটন দিয়েই শুরু হলো ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে ৭ উইকেটে হারিয়ে লিগে পথচলা শুরু হল নবাগত রুপগঞ্জ টাইগার্সের। মিজানুর রহমান ও জাকির হাসানের ব্যাটিংয়ে বৃথা গেল নাঈম শেখের সেঞ্চুরি। আবাহনীর দেয়া ২৫৬ রানের টার্গেট ৪৮ বল হাতে রেখেই পৌঁছে যায় রুপগঞ্জ।
এর আগে আবাহনীর দেয়া ২৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৬৬ রানের ওপেনিং জুটি গড়েন মিজানুর রহমান ও জাকির হাসান। ৮২ বলে ১২ চার আর ৩ ছক্কায় ১১৩ স্ট্রাইক রেটে ৯৩ রান করে দলকে শক্ত অবস্থানে রেখে যান মিজানুর রহমান। তবে অবিচল জাকির তুলে নেন ১ম সেঞ্চুরি। ১১৬ বলে ১১৭ রান করে ফেরেন জাকির। দল তখন জয় থেকে ৭ রান দূরে।
সকালে টস জিতে উইকেটের সুবিধা নিতে দেরি করেনি রুপগঞ্জ। ৪৮ রানের মধ্যে আবাহনীর ৪ টপ অর্ডারকে ছেটে ফেলে রুপগঞ্জ টাইগার্সের বোলাররা। মুনিম শাহরিয়ার ১, জাকির আলি ৪, তৌহিদ হৃদয় ৭ আর আফগান রিক্রুট নাজিবুল্লাহ জাদরানের ব্যাট থেকে আসে ৩ রান। তবে দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাদ পড়ে নিজের সামর্থ্যের জানান দেন নাঈম শেখ। ৮৭ স্ট্রাইক রেটে দলের বিপর্যয় রোধের পাশাপাশি তুলে নেনে এ আসরের প্রথম সেঞ্চুরি। ১১৫ রানে ফেরেন নাইম।
মোসাদ্দেকের ৩৭, সাইফউদ্দিনের ৪০ রানে ভর করে ২৫৫ রানের মাঝারি পুঁজি পায় আবাহনী। মুকিদুল ৩ আর ২ টি করে উইকেট পান ফরহাদ রেজা ও শরিফুল্লাহ। তবে দিনশেষে হাসি সেঞ্চুরিয়ান জাকিরের মুখে।
জেডআই/

