Site icon Jamuna Television

প্রত্যেক বিয়ের পরেই কেন একটি প্রেম? শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশনের প্রশ্ন

টালিউড অভিনেত্রী শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিংহ ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে প্রশ্ন তুলেছেন, প্রত্যেক বিয়ের পরেই কেন একটি করে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ায় ও? মঙ্গলবার (১৫ মার্চ) রোশন সিংহ এমন স্টোরি দেয়।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এ স্টোরি প্রকাশের পরই তার সঙ্গে কথা বলে গণমাধ্যমটি। রোশন দাবি করেন, কাউকে উদ্দেশ্য করে এই স্টোরি দেননি। বলেন, অনেকেই অনেক কিছু ভাবতে পারেন। অনেক সময় আমাদের মনেও তো নানা ধরনের প্রশ্ন আসে। এটা সে রকমই এক প্রশ্ন।

তবে, স্টোরিতে ‘হার’ সর্বনাম ব্যবহার করে স্ত্রী লিঙ্গের কাউকে বুঝিয়েছেন, তা স্বীকার করে নিয়েছিন রোশন। বলেন, আমি এক জন পুরুষ। তাই সাধারণভাবে এক জন মহিলার কাছে এই প্রশ্ন রেখেছি।

রোশন সিংহ স্বীকার না করলেও নেটিজেনরা ধরে নিয়েছেন শ্রাবন্তীর উদ্দেশে তিনি এ স্টোরি দিয়েছেন। এ নিয়ে মাতামাতি করছেন তারা।

বছর দুয়েক হল শ্রাবন্তী-রোশন আলাদা থাকছেন। যোগাযোগও নেই। অবশ্য এখনও কাগজ-কলমে স্বামী-স্ত্রী তারা। আদালতে গড়িয়েছে বিবাহবিচ্ছেদের মামলা।

রোশনের সঙ্গে আলাদা হওয়ার কয়েক মাসের মধ্যেই গাঢ় হয় শ্রাবন্তীর নতুন সম্পর্কের গুঞ্জন। টালিপাড়ায় কান পাতলেই শোনা যায় ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন এ নায়িকা।

Exit mobile version