Site icon Jamuna Television

১৭ রুশ নাগরিকের বিরুদ্ধে জাপানের নিষেধাজ্ঞা; তালিকায় আছেন ধনকুবেররা

সংবাদ সম্মেলনে জাপানের অর্থ মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি হিরোকাজু মাতসুনো

জাপানের অর্থ মন্ত্রণালয় নতুন করে ১৭ জন রাশিয়ান নাগরিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ জারি করেছে। তালিকাভুক্ত ১৭ ব্যক্তি বিভিন্নভাবে ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযানে অর্থ যোগাচ্ছেন বলে অভিযোগ জাপানী অর্থমন্ত্রণালয়ের।

মঙ্গলবার (১৫ মার্চ) এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন জাপানের অর্থ মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি হিরোকাজু মাতসুনো।

বিবৃতিতে জাপানের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার পার্লামেন্টের স্টেট ড্যুমার (নিম্নকক্ষ) ১১ সদস্য, শীর্ষস্থানীয় ব্যাংকার ইউরি কোভালচুক এবং ধনকুবের ভিক্টর ভেকসেলবার্গ প্রমুখকে নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করেছে জাপান।ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এ নিয়ে মোট ৬১ জন বিশিষ্ট রাশিয়ানের সম্পদ জব্দের নির্দেশ দেয়া হলো।

প্রসঙ্গত, ১৭ বিশিষ্ট ব্যক্তির ওপরে নিষেধাজ্ঞা আরোপসহ আগামী শুক্রবার থেকে সকল ধরনের মিলিটারি কম্যুনিকেশন ডিভাইস, সেমিকন্ডাক্টর, রাডার ও সেন্সরসহ ৩১ ধরনের পণ্য রাশিয়ায় রফতানি করবে না বলেও জানিয়েছে জাপান।

/এসএইচ

Exit mobile version