Site icon Jamuna Television

কুমিল্লায় দেশি অস্ত্রসহ ৭ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

আটককৃত ৭ কিশোর গ্যাং সদস্য ও উদ্ধারকৃত অস্ত্র

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লায় দেশি অস্ত্রসহ কিশোর গ্যাং এর ৭ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বিপুল পরিমাণ দেশি অস্ত্রসহ কিশোর গ্যাং সদস্যদের একটি দল নগরীর দৌলতপুর এলাকায় অবস্থান করছে, গোপন সূত্রে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।

এ সময় কিশোর গ্যাং এর ৭ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, মো. আযাহারুল ইসলাম ওরফে হৃদয়, মো. তানভির আহম্মেদ সাইম, মাহবুব আলম সানি, মো. আবুল কালাম, হাসান মাহমুদ, জোবায়ের হোসেন ও মো. ইমন হোসেন।

মঙ্গলবার সন্ধ্যায় র‍্যাব-১১ (সিপিসি-২) কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃতদের থেকে ২টি রামদা, ২টি সুইচ গিয়ার চাকু, ২টি ধারালো ছুরি, ১টি খেলনা পিস্তল ও স্টিলের তৈরি লাঠিসহ বেশকিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তারা ওইসব দেশি অস্ত্র ও খেলনা পিস্তল দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতির দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সবাই কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করার পর পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে বলে জানান তিনি।


/এসএইচ

Exit mobile version