Site icon Jamuna Television

সাকিব-রিয়াদদের দলে খেলবেন হাফিজ

ছবি: সংগৃহীত।

সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদদের দল মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে ঢাকায় এসেছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। ঢাকায় আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের সাথে জার্সি তুলে দেয় হয় তাকে।

বুধবার (১৬ মার্চ) মিরপুরে সকাল ৯টায় শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে মোহামেডান। এ ম্যাচে দেখা যেতে পারে হাফিজকে।

এমনিতেই সাকিব, মুশফিক, মিরাজ, তাসকিন-রিয়াদদের নিয়ে তারকাখচিত দল গড়েছে ঐতিহ্যবাহী মোহামেডান। যদিও দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় তাদের সার্ভিস পাচ্ছে না দল। সুপার সিক্সে উঠলে পাওয়া যাবে সাকিবদের। তার আগে দলটির বড় ভরসা মোহাম্মদ হাফিজ।

আরও পড়ুন: আইপিএলের এবারের আসরে যেসব নিয়মে পরিবর্তন আসছে

এদিকে অঘটন দিয়েই শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে ৭ উইকেটে হারিয়ে লিগে পথচলা শুরু করেছে নবাগত রুপগঞ্জ টাইগার্সের। মিজানুর রহমান ও জাকির হাসানের ব্যাটিংয়ে বৃথা গেছে নাঈম শেখের সেঞ্চুরি। আবাহনীর দেয়া ২৫৬ রানের টার্গেট ৪৮ বল হাতে রেখেই পৌঁছে যায় রুপগঞ্জ। ১১৭ রান করে ম্যাচের নায়ক জাকির।

জেডআই/

Exit mobile version