Site icon Jamuna Television

প্রথম আনুষ্ঠানিক বিবৃতিতে যা বললেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

রাষ্ট্রপতির সাথে সাক্ষাতকালে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও এগিয়ে নিতে ঢাকার সঙ্গে একত্রে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাস।

মঙ্গলবার (১৫ মার্চ) বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশকালে এ মন্তব্য করেন নবনিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাস।

এসময় তিনি বলেন, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর উদযাপনকালে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে পেরে সম্মানিত বোধ করছি। মানবাধিকার, পারস্পরিক বাণিজ্য, সুশাসন, শ্রম অধিকার ও জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনের অঙ্গীকার বিষয়ে অংশীদারিত্বের মাধ্যমে তিনি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করার প্রতীক্ষায় আছি।

পিটার হাস আরও বলেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে আমার দায়িত্ব শুরু করতে পেরে আমি আনন্দিত। রাষ্ট্রপতি হামিদের কাছে আমি আমার পরিচয়পত্র পেশ করতে পেরে সম্মানিত বোধ করছি। আমাকে অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সহযোগী। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বহুবিস্তৃত ও গতিশীল। অর্থনৈতিক বিষয়াদি, উন্নয়ন, নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে আমাদের সহযোগিতা আমাদের শক্তিশালী অংশীদারিত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনার ব্যাপ্তিকে তুলে ধরে। সরকারি কাজের বাইরে আমাদের দুদেশের বন্ধনের মধ্য দিয়েও যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নিবিড়ভাবে সম্পৃক্ত। এ বছর আমাদের দুদেশের বন্ধুত্বের ৫০তম বার্ষিকী। আমার মেয়াদকালটি আমি আপনাদের সাথে কাজ করা এবং আগামী ৫০ বছর বা সুদূর ভবিষ্যতে আমাদের সম্ভাব্য সম্পর্ককে আরও দৃঢ় করতে উন্মুখ হয়ে আছি।

এর আগে, শুক্রবার (১১ মার্চ) ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন ও দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন নব নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তাকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম ও মিশনের অন্যান্য কর্মকর্তারা।




/এসএইচ

Exit mobile version