Site icon Jamuna Television

ঢাকা কলেজ এইচএসসি-৯৫ সোসাইটির ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত

জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো ঢাকা কলেজ এইচএসসি-৯৫ সোসাইটির বার্ষিক ‘ফ্যামিলি গেট টুগেদার।’ সম্প্রতি দোহারের রিট্রিট শাইনপুকুর রিসোর্টে পালিত হয় অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে সোসাইটির চার শতাধিক সদস্য অংশ নেন। দিনব্যাপী আয়োজনের শুরু হয় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে।
এরপর প্রয়াত বন্ধুদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সোসাইটির সভাপতি ও যমুনা টেলিভিশনের বার্তা সম্পাদক এ কে এম বদরুল আলম লিটন।এরপরই শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। দিনব্যাপী সদস্যদের স্ত্রী ও সন্তানদের জন্য ছিল নানা প্রতিযোগিতা। বাঙালি সংস্কৃতির অংশ নাগরদোলা ছাড়াও ছিল জাদু প্রদর্শনীর ব্যবস্থা। দুপুরে স্বস্তির ভূরিভোজ শেষে সবাই তৃপ্তির ঢেকুর তোলেন। এরপর পুরস্কার বিতরণের পর সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

আগামীতে আরও বড় পরিসরে ও আরও সুশৃঙ্খলভাবে পারিবারিক এই মিলনমেলা আয়োজনের আশাবাদ জানিয়েছেন সোসাইটির সদস্যরা।

জেডআই/

Exit mobile version