Site icon Jamuna Television

অবশেষে আর্সেনাল ছাড়ার ঘোষণা ওয়েঙ্গারের

আর্সেনালে শেষ হতে চলেছে ওয়েঙ্গার-অধ্যায়। আজ লন্ডনের ক্লাবটি এক বিবৃতিতে নিশ্চিত করেছে, এই মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন আর্সেন ওয়েঙ্গার। নতুন কোচ কে হবেন, সেটা অবশ্য নিশ্চিত করা হয়নি এখনও।

কয়েক মৌসুম ধরেই ওয়েঙ্গারের আর্সেনাল ছাড়া নিয়ে চলেছে তুমুল শোরগোল। ‘ওয়েঙ্গার-আউট’ লেখা ব্যানারে ছেয়ে গেছে ফুটবল ম্যাচ থেকে শুরু করে কনসার্ট, এমনকি রাজনৈতিক সমাবেশেও। গত মৌসুমেও ওয়েঙ্গার জানিয়েছিলেন, প্রিয় ক্লাব ছাড়ার ইচ্ছা এখনই নেই তাঁর।

তবে শেষ পর্যন্ত ছাড়ছেনই। শুক্রবার সাংবাদিকদেরকে ওয়েঙ্গার নিজেই বলেন, ‘ক্লাবের সাথে আলাপ করে মনে হল পদ ছাড়ার উপযুক্ত সময় হবে চলতি মৌসুমের শেষে। এতগুলো মনে রাখার মতো বছর ক্লাবকে দিতে পেরে আমি কৃতজ্ঞ।’

১৯৯৬ সালের ১ অক্টোবর আর্সেনালের দায়িত্ব নিয়েছিলেন ওয়েঙ্গার। এরপর তিনটি ইংলিশ লিগ ও সাতটি এফএ কাপ জিতেছেন, অপরাজিত মৌসুমে শিরোপা জেতার কীর্তিও আছে।

Exit mobile version