Site icon Jamuna Television

দেশ রক্ষায় সামরিক প্রস্তুতি রয়েছে: প্রধানমন্ত্রী

দেশ রক্ষায় বাংলাদেশের সামরিক প্রস্তুতি নেয়া আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৬ মার্চ) বাংলাদেশ বিমান বাহিনীর বিমান বহরে ‘গ্লোব জি ১২০ টিপি’ প্রশিক্ষণ বিমান সংযোজন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীর সক্ষমতা বহুগুণ বেড়েছে। নতুন সংযুক্ত বিমানগুলোর মাধ্যমে আরও আধুনিক প্রশিক্ষণ দেয়া সম্ভব হবে। প্রতিটি ক্ষেত্রেই প্রশিক্ষণের ওপর জোর দেয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী জানান, ভবিষ্যতে বিশ্বের আধুনিকতম ও যুদ্ধ সরঞ্জাম যুক্ত হবে বিমান বাহিনীতে।

এদিন উদ্বোধন করা অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান গ্লোব জি ১২০ টিপিতে পাশাপাশি দুইজন পাইলট বসতে পারেন। নবীন বৈমানিকদের পাশে বসে এই বিমান চালানোর প্রশিক্ষণ দিতে পারেন প্রশিক্ষক। জ্বালানী সাশ্রয়ী এই বিমান ঘণ্টায় চারশো ৪০ কিলোমিটার বেগে উড়তে পারে। একটানা ৫ ঘণ্টা থাকতে পারে ২৫ হাজার ফুট উচ্চতায়।

শেখ হাসিনা আরও বলেন, শুধু প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে প্রযুক্তি ও শিল্পায়নের সমন্বয়ে শিল্পনির্ভর জাতি হিসেবে আত্মপ্রকাশের জন্য বিমান বাহিনীর যে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, সেজন্য বিমান বাহিনী প্রধানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

প্রধানমন্ত্রী বলেন, আমরা বিমান বাহিনীতে আরও কিছু নতুন বিষয় যুক্ত করবো। খুব শিগগিরই বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে, ইয়ার ডিফেন্ড সিস্টেম, ইন্ট্রেগেশন সিস্টেম, অ্যাটাক হেলিকপ্টারসহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম।

/এমএন

Exit mobile version