Site icon Jamuna Television

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষ, নিহত ২

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের খড়কপুর এলাকায় মোটরসাইকেল- ট্রলির সংঘর্ষে ২ নিহত হয়েছেন।

বুধবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের খড়কপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম সুমন (৩৫) ও নামোকয়লার দিয়াড় গ্রামের আবু বক্কারের ছেলে ট্রলি চালক মমিন (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে খড়কপুর এলাকায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version