Site icon Jamuna Television

১২০ ফুট উঁচু বিদ্যুৎ টাওয়ারের চুড়ায় যুবক, নামানোর চেষ্টা ফায়ার সার্ভিসের

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে ১২০ ফুট উঁচু বিদ্যুতের টাওয়ারে উঠে বসে আছেন এক ব্যক্তি। হাইভল্টেজ বিদ্যুৎ লাইনের খুুঁটিতে উঠে পড়ায় ডিপিডিসি ওই খুঁটির সঞ্চালন লাইন বন্ধ করে রেখেছে।

আজ শুক্রবার সকালের কোন এক সময় ওই ব্যক্তি টাওয়ারের একেবারে চুড়ায় উঠে যায়। এসময় তাকে নিচে থেকে স্থানীয় লোকজন বার বার নেমে আসার আহবান জানালেও তিনি কোনো সাড়া দেয়নি।

পরে স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিকে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে নেমে আসার জন্য হ্যান্ডমাইক দিয়ে আহবান করে। কিন্তু কোন কিছুতেই নেমে আসছেন না ওই যুবক।

ডেমরা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ফখরুদ্দিন জানান, ঢাকা থেকে লেডার (মই) আনা হচ্ছে। খুঁটির বিদ্যুৎ লাইনের সঞ্চালন বন্ধ করে দেয়া হয়েছে। বিদুৎ বিভাগের লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে চেষ্টা চালাচ্ছে তাকে নামিয়ে আনার জন্য।

তাদের ধারণা লোকটি মানসিক ভারসম্যহীন হতে পারে। বিকেল পাচঁটায় এ রির্পোট লেখা পর্যন্ত খুঁটির চুড়াতেই বসেছিলেন ওই ব্যক্তি।

Exit mobile version