Site icon Jamuna Television

পুরুষদেরও হতে পারে স্তনের ক্যানসার! যে উপসর্গ দেখে বুঝবেন

ছবি: সংগৃহীত

নারীরাই বেশি স্তন ক্যানসারের সমস্যায় ভোগেন। এ কারণে অনেক পুরুষই বিষয়টি নিয়ে মাথা ঘামান না। আসলে ব্রেস্ট বা স্তন ক্যানসার কোনো মেয়েলি অসুখ নয়।

ক্যানসার বিশেষজ্ঞরা বলছেন, পুরুষদের মধ্যেও দেখা যায় স্তন ক্যানসার। পুরুষদের বুকে স্তনবৃন্তের ঠিক নীচে অল্প পরিমাণ অকার্যকরী কিছু স্তন কোষ থাকে। এই কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যাওয়ার কারণেই পুরুষদের মধ্যে স্তন ক্যানসারের সমস্যা দেখা যায়।

গোটা পৃথিবীতে যত মানুষ স্তন ক্যানসারে আক্রান্ত হন, তার মধ্যে এক শতাংশ হয় পুরুষদের। আক্রান্তের সংখ্যাটি কম হলেও এই এক শতাংশের রোগ যথেষ্ট ভয়াবহ হয়ে উঠতে পারে। ফলে আগে থাকতে সচেতন হওয়া জরুরি। কিন্তু সচেতন হওয়ার জন্য স্তন ক্যানসারের উপসর্গগুলি জানা দরকার।

পুরুষদের স্তন ক্যানসারের উপসর্গগুলি চলুন জেনে নেয়া যাক-

* স্তনের চারপাশে ফোলা ভাব, দুর্গন্ধ কিংবা কোনো ক্ষত তৈরি হলে আগে থেকে সচেতন হওয়া খুবই জরুরি।
* স্তনবৃন্তের রঙের পরিবর্তন হয়। লালচে হয়ে যায়।
* যে চামড়া স্তন ঢেকে রাখে, তাতে কিছু অস্বাভাবিকতা দেখা যায়। চামড়া কুঁচকে যায়, তাতে ভাঁজ বা খাঁজ তৈরি হয়।

কোন বয়সের পুরুষদের মধ্যে বেশি দেখা যায় স্তন ক্যানসার?

৪০-৬০ বছরের পুরুষদের মধ্যে সাধারণত এই রোগ বেশি দেখা যায়। পরিবারে ক্যানসারের কোনো ইতিহাস থাকলে আগে থেকে সতর্ক হওয়া প্রয়োজন। ওজন বেশি থাকলেও পুরুষদের মধ্যে স্তন ক্যানসারের আশঙ্কা বৃদ্ধি পায়।
আরও পড়ুন: গাঁটের ব্যথায় নাজেহাল? যে ধরনের খাবার খেলে সমস্যা আরও বাড়বে
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা
ইউএইচ/

Exit mobile version