Site icon Jamuna Television

হাতুড়ি দিয়ে পিচে বাড়ি মেরে ভাইরাল ‘থর’ কামিন্স (ভিডিও)

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টের চতুর্থ দিনে হাতুড়ি দিয়ে পিচে বাড়ি মারতে দেখা গেছে অজি অধিনায়ক প্যাট কামিন্সকে। এই ভিডিও এরইমধ্যে ‘থর’ কামিন্স নামে ভাইরাল হয়েছে নেট বিশ্বে।

মূলত টেস্টের প্রথম তিন দিন একক আধিপত্য দেখিয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটাররা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৫৫৬ রানের বিশাল পুঁজির জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। এরপর, আবার চলতে থাকে ব্যাটারদের দাপট। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে বাবর আজম ও আব্দুল্লাহ শফিকের কাউকে আউট করতে না পেরে হতাশায় ভোগেন অস্ট্রেলিয়ার বোলার-ফিল্ডাররা। এসময় পিচে অসমান বাউন্স হতে দেখা যায়। তাছাড়া বোলিংয়ের সময় ল্যান্ডিংয়েও ভুগতে হচ্ছিল বোলারদের। তাই আম্পায়ারদের তত্ত্বাবধানে গ্রাউন্ড স্টাফদের কাজ নিজেই শুরু করেন কামিন্স; ছোট একটি হাতুড়ি নিয়ে পিচে বাড়ি দেন।

এ দৃশ্য দেখে বাবর আজম দায়িত্বে থাকা লোকদের ডাকেন কাজটি করতে। কামিন্সের এই ভিডিও পিসিবি তাদের অফিসিয়াল পেজ থেকে ‘কামিন্সের থর’ নামে আপলোড করেছে।

আরও পড়ুন: বাংলাদেশ সিরিজ নয়, প্রোটিয়া তারকারা খেলবেন আইপিএল

এম ই/

Exit mobile version