Site icon Jamuna Television

শাহরুখকে সালমান খানের অভিনন্দন, কিং খান কি ওটিটি অ্যাপ আনছেন?

ওটিটি’র দুনিয়ায় কিছু একটা হতে চলেছে! গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এক টুইটে একটি পোস্টারের সঙ্গে এ বার্তা দেন শাহরুখ খান। পোস্টারে দু’হাত ছড়িয়ে বলিউড বাদশাহ। একইদিন শাহরুখের টুইটটি শেয়ার করে অভিনন্দন জানান সালমান খান।

টুইট বার্তায় সালমান খান লেখেন, ‘আজ তুমি পার্টি দেবে শাহরুখ। তোমার নতুন ওটিটি অ্যাপের জন্য অভিনন্দন।’ আর তাতে ভক্তরা ধরে নেন, এবার ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছেন কিং খান।

এছাড়া পোস্টারটিতে লেখা ছিল এসআরকে প্লাস। ভক্তদের বড় অংশই মনে করে নেন, এসআরকে প্লাস নামেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে শাহরুখ খানের ওটিটি অ্যাপ।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ডিজনি হটস্টার প্ল্যাটফর্মের বিজ্ঞাপনে ইদানীং মাঝেমাঝেই দেখা যাচ্ছে শাহরুখ খানকে। এই পোস্টারটিও সেই তালিকাতেই নতুন সংযোজন। প্ল্যাটফর্মটির কর্তৃপক্ষের প্রশ্ন— আর কয়েকটা দিন কি ধৈর্য ধরা যায় না? তা হলেই তো জানা যাবে, ওটিটির দুনিয়ায় কীসের শোরগোল ফেলতে চলেছেন কিং খান!

প্রতিবেদনটিতে আরও বলা হয়, মূলত ভুল বুঝে সালমান খান টুইট বার্তায় অভিনন্দন জানান। আর তাতে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

/এমএন

Exit mobile version