Site icon Jamuna Television

মুকুলে ভরে গেছে মেহেরপুরের আম বাগানগুলো, ভালো ফলনে লাভের আশা চাষিদের

ফাইল ছবি।

স্বাদ আর পুষ্টিগুণে মেহেরপুরের হিমসাগর আর ল্যাংড়া আমের সুখ্যাতি সর্বত্র। রফতানি হচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপেও। এবারে এই জেলার আম গাছে মুকুল এসেছে ব্যাপকহারে। তাই ফলন এবং মান ধরে রাখতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে শঙ্কা আছে তাদের। তবে মুকুল পরিচর্যায় সব ধরনের পরামর্শ দিচ্ছে জেলা কৃষি অফিস।

দুর্যোগ ছাড়াও আমের মুকুল আর গুটির মূল শত্রু হলো হপার পোকা। তাই মৌসুমের শুরুতে এ ব্যাপারে সতর্ক আছেন চাষিরা। গত বছর আমের ন্যায্য মূল্য পাননি তারা। ক্ষতির মুখে পড়েন আম ব্যবসায়ীরাও। এবার ভালো লাভের আশা করছেন তারা।

চাষিদের নিয়মিত পরামর্শ দিচ্ছে, স্থানীয় কৃষি অফিস। সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন পারভীন জানান, কীটনাশক থেকে শুরু করে ছত্রাক নাশক ওষুধ প্রয়োগসহ সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে চাষিদের। মুকুল ভালো থাকায় এবার ভালো ফলনের আশা তাদের।

ল্যাংড়া, হিমসাগর আমের পাশাপাশি আম্রপালি, কাঁচামিঠা, গোপালভোগ জাতের আমের চাষ হয় মেহেরপুরে। জেলায় ২ হাজার ৩০০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে।

এসজেড/

Exit mobile version